ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নওগাঁয় পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মে ২৭, ২০২০
নওগাঁয় পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে আবু ইছা (২৫) নামে এক যুবক এবং পত্নীতলায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুস সাত্তার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৭ মে) সন্ধ্যায় ধামইরহাট উপজেলার অমরপুর গ্রামে এবং পত্নীতলা উপজেলার ভগবানপুর এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। আবু ইছা উমার ইউনিয়নের বিহারীনগর গ্রামের আবুল কালামের ছেলে এবং আব্দুস সাত্তার পত্নীতলা উপজেলার ভগবানপুর এলাকার বাসিন্দা।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার জানান, বিকেলে আবু ইছা ও তার বোন মহিষা বেগম একসাথে মাঠে গরু নেয়ার জন্য অমরপুর গ্রামের পশ্চিম মাঠের পুকুর পাড়ে যায়। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে আবু ইছা মারা যায়।

অপরদিকে, পত্নীতলা উপজেলার ভগবানপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুস সাত্তার নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

এবিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী জানান, বাড়ির পাশে পুকুর পাড়ে কাজ করতে  যান সাত্তার। এসময় পথের মধ্যে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মে ২৭, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।