ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আখাউড়ায় ঝড়ে অর্ধশত ঘর লণ্ডভণ্ড, ভেঙে পড়েছে গাছপালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, মে ২৭, ২০২০
আখাউড়ায় ঝড়ে অর্ধশত ঘর লণ্ডভণ্ড, ভেঙে পড়েছে গাছপালা ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন স্থানে প্রবল ঝড় ও বৃষ্টিতে অর্ধশতাধিক ঘর লণ্ডভণ্ড হয়ে গেছে।

বুধবার (২৭ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে চলছে প্রচণ্ড বৃষ্টি। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা।

ছিড়ে পড়েছে বিদ্যুতের তার। ঝড়ের পর থেকে দীর্ঘ প্রায় নয় ঘন্টা একটানা বিদ্যুৎ ছিল না।  

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকেই উপজেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে টানা কয়েক ঘন্টা বৃষ্টি হয়। এতে আখাউড়া পৌর এলাকা, দক্ষিণ ইউনিয়ন, ধরখার, মনিয়ন্দে অর্ধশত বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তারাগন, দেবগ্রামসহ বিভিন্ন এলাকায় তার ছিড়ে যাওয়ায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আখাউড়ার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী জানান, দুপুর নাগাদ ৪৮টি ক্ষতিগ্রস্থ ঘরের তালিকা করা হয়েছে। এর মধ্যে পৌর এলাকায় ১২টি ও দক্ষিণ ইউনিয়নে ২৯টি ঘর রয়েছে। এতে আনুমানিক প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মে ২৭, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।