ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে আইসোলেশনে ইউপি সচিবের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মে ২৭, ২০২০
সিলেটে আইসোলেশনে ইউপি সচিবের মৃত্যু

সিলেট: এবার করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন সিলেটের জৈন্তাপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদ সচিব আহমদ হোসেন।

বুধবার (২৭ মে) দুপুরে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

অত্র হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় এ নিয়ে হাসপাতাল আইসোলেশনে দুই জন মারা গেছেন।

তিনি বলেন, করোনার উপসর্গ নিয়ে আহমদ হোসেনকে মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত ২টায় হাসপাতালে ভর্তি করা হয়। তার শ্বাসকষ্ট বেশি ছিল। বুধবার সকালে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। চিকিৎসকরা তাকে বাঁচাতে প্রাণান্তর চেষ্টা করেছেন। দুপুর সাড়ে ১২টায় তিনি মারা যান। মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে ওসমানী মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফনের জন্য মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৬ মে) দিনগত রাতে হাসপাতাল আইসোলেশনে আব্দুল হান্নান (৩২) নামে করোনা আক্রান্ত আরেক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মে ২৭, ২০২০
এনইউ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।