ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, মে ২৭, ২০২০
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় আম্পানে হেলেপড়া গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মজিদ (৫৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়ছে।

বুধবার (২৭ মে) বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল মজিদ (৫৫) বুড়িগোয়ালীনি ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয়রা জানান, নিজ বাড়িতে টেনে আনা বিদ্যুতের লাইন ঘরের পার্শ্ববর্তী গাছে জড়িয়ে যাওয়ায় তিনি দা দিয়ে হেলে পড়া গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মণ্ডল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মে ২৭, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।