ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না’গঞ্জ করোনা হাসপাতালের ৫০ স্বাস্থ্যকর্মী করোনামুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মে ২৭, ২০২০
না’গঞ্জ করোনা হাসপাতালের ৫০ স্বাস্থ্যকর্মী করোনামুক্ত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ করোনা হাসপাতালের আক্রান্ত ৫৬ স্বাস্থ্যকর্মীর মধ্যে ৫০ জন স্বাস্থ্যকর্মী করোনামুক্ত হয়ে সুস্থ হয়েছেন।

বুধবার (২৭ মে) দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। সুস্থ হওয়াদের সকলেই কাজে যোগদান করেছেন।

বাকি আক্রান্ত ৬ জন হাসপাতালেই আইসোলেশনে আছেন এবং তারাও সুস্থতার পথে রয়েছেন।  

ডা. গৌতম রায় জানান, আমাদের স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত রোগীদের প্রত্যক্ষভাবে সেবা দিতে গিয়েই আক্রান্ত হয়েছিলেন এমনকি আমি নিজেও আক্রান্ত ছিলাম। আমরা নতুন দু’জন আক্রান্তসহ মোট ৫৬ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত ছিলাম আজ পর্যন্ত রিপোর্টে ৫০ জন স্বাস্থ্যকর্মীর সুস্থ হবার তথ্য নিশ্চিত হওয়া গেছে। বাকি ৬ জন হাসপাতালেই আইসোলেশনে রয়েছেন, তারাও সুস্থতার পথে রয়েছেন।  

নারায়ণগঞ্জ করোনা হাসপাতালের মোট কর্মরত রয়েছেন ৩২৯ জন স্বাস্থ্যকর্মী। যার মধ্যে ৩৮ জন চিকিৎসক, ১৬৪ জন নার্স এবং ১২৭ জন স্টাফ রয়েছেন। এরইমধ্যে এ হাসপাতালে সেবা দিতে গিয়ে এখানে ৫৬ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ২৭, ২০২০
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।