ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মে ২৭, ২০২০
ফরিদপুরে করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরে ভাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।  

মঙ্গলবার (২৬ মে) রাতে তিনি মারা যান। বুধবার (২৭ মে) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে স্থানীয় মাদানীনগর মাদ্রাসা গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহসিন বাংলানিউজকে জানান, ঈদের তিনদিন আগে করোনার উপসর্গ দেখা দিলে গত ২৫ মে ফরিদপুর মেডিক্যাল কলেজে করোনা শনাক্তকরণ ল্যাবে পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ হয়। এরপর থেকে তিনি ভাঙ্গা উপজেলার হাসামদিয়া গ্রামের নিজ বাড়িতেই চিকিৎসধীন ছিলেন।       

নামাজে জানাজায় ভাঙ্গা উপজলো নির্বাহী কর্মকর্তা রাকবিুর রহমান খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য র্কমর্কতা মহসনি ফকিরসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মে ২৭, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।