bangla news

বরিশালে বজ্র-বৃষ্টি, বজ্রপাতে কৃষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-২৭ ১২:৩৮:৩৭ পিএম
মেঘাচ্ছন্ন বরিশালের আকাশ। ছবি: বাংলানিউজ

মেঘাচ্ছন্ন বরিশালের আকাশ। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে বুধবার (২৭ মে) সকাল ৮টা ১০ মিনিট থেকে বজ্র-বৃষ্টি শুরু হয়েছে। হঠাৎ মুষলধারে একটানা বৃষ্টির কারণে নগরের বিভিন্ন সড়কে পানি জমে গেছে। এদিকে বজ্রপাতে বরিশালের মুলাদী উপজেলায় আব্দুল মান্নান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মুলাদীর ছবিপুর ইউনিয়নের পশ্চিম চর ভেদুরিয়া গ্রামে ওই কৃষকের মৃত্যু হয়।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহম্মেদ বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে মুলাদীর ছবিপুর ইউনিয়নের পশ্চিম চর ভেদুরিয়া গ্রামে কৃষক আব্দুল মান্নান গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে কৃষক আব্দুল মান্নানের মৃত্যু হয়।

আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টা পর্যন্ত বরিশালে ৩২ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়।

উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের কারণে বজ্র-বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, মে ২৭, ২০২০
এমএস/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   বৃষ্টি বরিশাল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-27 12:38:37