ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

পাটুরিয়া ঘাটে ঢাকামুখী ছোট গাড়ি-যাত্রীদের চাপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, মে ২৭, ২০২০
পাটুরিয়া ঘাটে ঢাকামুখী ছোট গাড়ি-যাত্রীদের চাপ গাড়িচালকের সঙ্গে কথা বলছেন যাত্রীরা। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: জীবন-জীবিকার তাগিদে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ঈদে ঘরমুখো মানুষ পুনরায় ফিরতে শুরু করেছে যান্ত্রিক শহরের দিকে।

বুধবার (২৭ মে) সকাল থেকে দৌলতদিয়া ফেরি ঘাট থেকে পাটুরিয়া ঘাটে ব্যক্তিগত ছোট গাড়ি ও যাত্রীরা ফেরি যোগে আসছে এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান।

তিনি বাংলানিউজকে বলেন, সকাল থেকে দৌলতদিয়া পয়েন্ট থেকে ব্যক্তিগত ছোট গাড়ি ও যাত্রীরা নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে আসছে।

এখন ১৫টি ফেরির মধ্যে ৯টি ফেরি দিয়ে নৌ-পথ পারের কাজে নিয়োজিত আছে।

যানবাহনের চাপ বাড়লে ফেরির সংখ্যা আরো বাড়ানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মে ২৭, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।