ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুলাদীর নয়ারাঙ্গুলী নদীতে লঞ্চডুবি: সহস্রাধিক যাত্রী নিরাপদ

কাওসার হোসেন, বরিশাল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১০

বরিশাল: বরিশালের মুলাদীতে নয়ারাঙ্গুলী নদীতে ঢাকা থেকে মুলাদীগামী একটি লঞ্চ ডুবে গেছে। তবে লঞ্চটির যাত্রী নিরাপদে পারে উঠতে পেরেছেন।



বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।  

মুলাদী থানার ওসি আমিরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে সহস্রাধিক যাত্রী নিয়ে যাচ্ছিলো এমভি আওলাদ নামের লঞ্চটি। নয়ারাঙ্গুলী নদীর ব্রিজের ভিমের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটির তলা ফেটে যায়। এতে ডুবতে শুরু করে লঞ্চটি। দ্রুত সেটি নদীর তীরে নিয়ে গেলে যাত্রীরা নেমে যায়।

মুলাদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান তালুকদার জানান, লঞ্চটি ওই রুটে নতুন হওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময় ২০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।