bangla news

বরিশালে পুলিশসহ আরও ১৪ জনের করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-২৭ ৭:৫৫:২১ এএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

বরিশাল: বরিশালে মঙ্গলবার (২৬ মে) পুলিশসহ আরও ১৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক সদস্য ও তার পরিবারের দু’জন রয়েছেন। 

এছাড়া নগরের সাগরদী বাজার এলাকার চারজন, চাঁদমারি মাদ্রাসা সড়ক এলাকার একজন, দক্ষিণ আলেকান্দা এলাকার একজন, ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার একজন, সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চার আইচা গ্রামের একজন, উজিরপুর উপজেলার একজন, বাকেরগঞ্জ উপজেলার একজন ও মেহেন্দিগঞ্জ উপজেলার একজন রয়েছেন।

বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, নমুনা রিপোর্ট পাওয়ার পর আক্রান্ত ১৪ জনের বাড়িসহ অবস্থান লকডাউন করা হয়েছে। তাদের যাতায়াত ও সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে।

বাংলাদেশ সময়: ০৭৫৪ ঘণ্টা, মে ২৭, ২০২০
এমএস/আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন :   বরিশাল করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-27 07:55:21