ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেবাচিমের করোনা ওয়ার্ডে ২ রোগীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, মে ২৭, ২০২০
শেবাচিমের করোনা ওয়ার্ডে ২ রোগীর মৃত্যু

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে দুই রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ২টার দিকে একজন ও আড়াইটার দিকে অপরজনের মৃত্যু হয়। এরমধ্যে একজন নারী ও অপরজন পুরুষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে মারা যাওয়া নারীর (৫০) বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাছুয়াখালী গ্রামে। তিনি সকাল ১০টার দিকে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন।  

অপরদিকে দুপুর আড়াইটার দিকে মারা যাওয়া পুরুষের (৫৫) বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাতিলা এলাকায়। তিনি বেলা ১১টা ২৫ মিনিটে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন।

ওই দু’জন করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য বিকেলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. এস এম বাকির হোসেন।

বাংলাদেশ সময়: ০৪২৯ ঘণ্টা, মে ২৭, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad