bangla news

ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর স্ত্রীর দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-২৭ ৩:০৭:০০ এএম
জানাজা।

জানাজা।

গাইবান্ধা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সহধর্মিনী আনোয়ারা রাব্বীর দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের গটিয়া গ্রামে মিয়া বাড়ি মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শ্বশুর-শাশুড়ি ও দুই ছেলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। এর আগে রাত ৮টার দিকে ঢাকা থেকে তার মরদেহ গটিয়া গ্রামে এসে পৌঁছায়। 

মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আনোয়ারা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি স্বামী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। 

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, মে ২৭, ২০২০
আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন :   গাইবান্ধা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-27 03:07:00