ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকছড়িতে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, মে ২৭, ২০২০
মানিকছড়িতে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় মানিকছড়ির যোগ্যাছোলা এলাকার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

জানা গেছে, তিনি চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। সেখান থেকে গত ছয়দিন আগে বাড়িতে ফেরেন।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রতন খীসা জানান, ওই নারীর করোনা ছিল কিনা তা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

মানিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না মাহমুদ বলেন, মারা যাওয়া ওই নারীর বাড়ি লকডাউন করা হয়েছে এবং আশপাশের সবাইকে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মে ২৭, ২০২০
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ