bangla news

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-২৭ ২:০৯:৪৩ এএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার রুয়াইল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৬টার দিকে মির্জাপুর-উয়ার্শী-বালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার উয়ার্শী ইউনিয়নের বর্ধনপাড়া গ্রামের মোজাফফর মিয়ার ছেলে এসএসসি পরীক্ষার্থী পারভেজ হোসেন (১৭) ও ঢাকার ধামরাই উপজেলার ধানতারা গ্রামের হাসু দেওয়ান (৬৫)। 

আহতদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী বর্ধনপাড়া গ্রামের মো. সাজেদ মিয়ার ছেলে মো. নাহিদ হোসেনকে (১৭) ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সন্ধ্যায় মোটরসাইকেলে করে উয়ার্শীর দিকে যাচ্ছিলেন পারভেজ ও হাসু। পথে বিপরীতমুখী একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ইজিবাইকের চালক ও যাত্রীসহ অন্তত পাঁচজন আহত হন। গুরুতর অবস্থায় তাদের কুমুদিনী হাসপাতালে নিলে চিকিৎসকরা ওই দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত নাহিদের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, মে ২৭, ২০২০
আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন :   সড়ক দুর্ঘটনা টাঙ্গাইল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-27 02:09:43