ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

অধ্যক্ষ নিলুফার মঞ্জুরের মৃত্যুতে বসুন্ধরা পরিবারের শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, মে ২৭, ২০২০
অধ্যক্ষ নিলুফার মঞ্জুরের মৃত্যুতে বসুন্ধরা পরিবারের শোক

ঢাকা: স্বনামধণ্য শিক্ষাবিদ ও সানবীম স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুরের মৃত্যুতে শোক জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

মঙ্গলবার (২৬ মে) এক শোক বার্তায় বসুন্ধরা পরিবারের পক্ষ থেকে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলা হয়, নিরহংকারী সমাজসেবী শিক্ষাবিদ নিলুফার মঞ্জুর দেশে প্রথম ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করেন এবং আজকের সানবীম স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে ইংরেজি শিক্ষা ব্যবস্থাপনা এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তার এই অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

মঙ্গলবার প্রথম প্রহরে ঢাকার সানবীম স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, মে ২৬, ২০২০
এসই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।