ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, মে ২৬, ২০২০
ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

ভোলা: ভোলায় অটোরিকশার সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে সোহেল (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

মঙ্গলবার (২৬ মে) দুপুরে ভোলা-ভেলুমিয়া সড়কের ব্যাংকেরহাট ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোহেল ভেদুরিয়া ইউনিয়নের উত্তর চরকালি এলাকার জামাল মাস্টারের ছেলে।

 

আহতরা হলেন- লাইজু (৩০), শিল্পী (৩০) ও মেঘলা (৭)। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভেদুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সমেছ আলী বাংলানিউজকে জানান, দুপুরের যাত্রীবাহী অটোরিকশাটি ভেলুমিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ক্যাকড়া ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু নিহত হন। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং ঘাতক ট্রলিটি আটক করেছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মে ২৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।