ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আগৈলঝাড়ায় শ্বাসরোধ করে গৃহবধূকে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, মে ২৬, ২০২০
আগৈলঝাড়ায় শ্বাসরোধ করে গৃহবধূকে হত্যা

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় যৌতুকের জন্য শ্বাসরোধ করে মুক্তি রানি বৈদ্য নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী মিথুন সমদ্দার, শ্বশুর খোকন সমদ্দার ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ ৬ মে) দুপুরে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

মৃত গৃহবধূর স্বজনরা জানায়, বিগত ৯ মাস আগে উপজেলার রত্নপুর গ্রামের খোকন সমদ্দারের ছেলে মিথুন সমদ্দারের সঙ্গে একই উপজেলার থানেশ্বর কাঠী গ্রামের সুমল বৈদ্যের মেয়ে মুক্তির প্রেমের সম্পর্কের পরে পারিবারিকভাবে বিয়ে হয়।

বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে মুখে কোলবালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় ওই গৃহবধূ মুক্তিকে।

হত্যার পরে গলায় গামছা পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয় ওই গৃহবধূকে। ঘটনাটি মেয়ের পরিবার জানতে পেরে থানায় জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মৃতের পরিবার থেকে মামলা থানায় দায়ের করলে মঙ্গলবার দুপুরে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রব হাওলাদার।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মে ২৬, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।