ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গোদাগাড়ীতে করোনা উপসর্গ নিয়ে গার্মেন্টস ব্যবসায়ীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, মে ২৬, ২০২০
গোদাগাড়ীতে করোনা উপসর্গ নিয়ে গার্মেন্টস ব্যবসায়ীর মৃত্যু প্রতীকি ছবি

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে করোনা উপসর্গ নিয়ে শামীম রেজা (৩৫) নামের এক গার্মেন্টস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাসভবনে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শামীম রেজা গোদাগাড়ী পৌর এলাকার গড়ের মাঠ গ্রামের মুক্তিযোদ্ধা সাজ্জাদ আলীর ছেলে।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তালেব জানান, মৃত ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে জ্বর, ঠান্ডা, কাশি রোগ জনিত সমস্যায় ভুগছিলেন। এর আগে তিনি অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাও নিয়েছিলেন।

সুস্থ না হওয়ায় গত শনিবার (২৩ মে) তার দেহ থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। তবে সকালে তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এরপরও কী কারণে তার মৃত্যু হলো তা আপাতত বোঝা যাচ্ছে না। ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তাদের পরামর্শ নিয়ে প্রয়োজনে তার দেহ থেকে আবারও নমুনা সংগ্রহ করা হবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনেই তার মরদেহ দাফন করার অনুমতি দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন উপজেলার এই স্বাস্থ্য কর্মকর্তা।

বাংলাদেশ সময় : ১২০৮ ঘণ্টা, মে ২৬, ২০২০
এসএস/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।