bangla news

করোনায় আক্রান্ত এনভয় গ্রুপের কুতুবউদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-২৬ ১১:২৪:৪২ এএম
কুতুবউদ্দিন আহমেদ।

কুতুবউদ্দিন আহমেদ।

ঢাকা: করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৬ মে) সকালে এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বিজিএমইএর সাবেক সভাপতি সালাম মুর্শেদী বাংলানিউজকে বলেন, শনিবার (২৩ মে) নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ হওয়ার পরই কুতুবউদ্দিন আহমেদকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে, তিনি এখন ভালো আছেন, সুস্থ আছেন।

কুতুবউদ্দিন আহমেদের এনভয় গ্রুপ ছাড়াও তৈরি পোশাক, বস্ত্র, আবাসন, ফ্রেইট ফরোয়ার্ডিং, হাসপাতাল, পুঁজিবাজার ও ব্যাংক ব্যবসা রয়েছে।

তিনি তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, ব্যবসায়ী সংগঠন মেট্রোপলিটন চেম্বারস অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি, মোহামেডান স্পোটিং ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, মে ২৬, ২০২০
এসই/আরআইএস/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-26 11:24:42