ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে র‌্যাবের ৬ সদস্য করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, মে ২৬, ২০২০
নীলফামারীতে র‌্যাবের ৬ সদস্য করোনায় আক্রান্ত

নীলফামারী: নীলফামারীতে র‌্যাবের ৬ সদস্যসহ নতুন করে আরো ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

মঙ্গলবার (২৬ মে) সকালে নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯২ জনে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে করোনা শনাক্ত ৮ জনের মধ্যে নীলফামারী শহরের র‌্যাব-১৩ এর সিপিসি-২ ক্যাম্পের ৬ সদস্য, ডিমলা উপজেলায় ৯ মাসের এক অন্তঃসত্ত্বা ও সৈয়দপুর উপজেলার ১ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্ট, মে ২৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।