bangla news

শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-২৬ ৬:১২:৩৮ এএম
.

.

বরিশাল: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও এক রোগীর (৬৪) মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মে) দিবাগত রাতে হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। মৃত ওই ব্যক্তির বাড়ি বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে।

হাসপাতাল সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় মারা যাওয়া ওই ব্যক্তি শ্বাসকষ্ট, কাশিসহ করোনা উপসর্গ নিয়ে বেলা পৌনে দুইটায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। তবে তিনি করোনা আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে জানা গেছে, রোববার দুপুরে এবং শুক্রবার গভীর রাতে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও দুই রোগী করোনা উপসর্গ নিয়ে মারা যান।

অপরদিকে বরিশাল জেলায় ১ জন চিকিৎসক, ১ জন নার্স ও ১ জন পুলিশ সদস্যসহ বরিশাল জেলায় নতুন করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

২৫ মে দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, সোমবার শনাক্ত হওয়া ১১ জনসহ বরিশাল জেলায় এ পর্যন্ত ১৬৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে এ পর্যন্ত ৪৩ জন রোগী সুস্থ হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৬১২ ঘণ্টা, মে ২৬, ২০২০
এমএস/এমএইচএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-26 06:12:38