ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাতের আঁধারে বাড়ি বাড়ি খাবার নিয়ে সাংবাদিক ইদ্রিস

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, মে ২৬, ২০২০
রাতের আঁধারে বাড়ি বাড়ি খাবার নিয়ে সাংবাদিক ইদ্রিস গরিব মানুষকে খাবার পৌঁছে দিচ্ছেন এম সাংবাদিক ইদ্রিস আলী। ছবি : বাংলানিউজ

মৌলভীবাজার: রাতের আঁধারে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী।

করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়ছে অনেক মানুষ। সরকারি ত্রাণ সহায়তা দিলেও সঠিকভাবে তা বণ্টন করা হচ্ছে না।

বঞ্চিত হচ্ছে খেটে খাওয়া অসহায় দিনমজুররা। এমনই কয়েকজন বললেন ঈদে না খেয়ে থাকতে হবে তাদের অনেককে। এ খবর শুনে এম ইদ্রিস আলী দ্রুত ছুটে যান বাজারে।

বাজার থেকে খাদ্যসামগ্রী কিনে বাসায় প্যাকেট করা খাবারগুলো রাতের আঁধারে শতাধিক মানুষের মাঝে বিলি করেন ইদ্রিস আলী। হঠাৎ করে এমন উপহার সামগ্রী পেয়ে মানুষের মুখে আনন্দ আর হাসি।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী বাংলানিউজকে বলেন, এই সংকটময় মুহূর্তে আমাদের সমাজের গরিব-অভুক্ত মানুষগুলোর পাশে খাবার নিয়ে দাঁড়িয়েছি। তাদের মুখের হাসি এবং দোয়া আমার কাছে সবচেয়ে মূল্যবান। আগামীতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০৩৩৯ ঘণ্টা, মে ২৬, ২০২০
বিবিবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।