ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটার মালিক-কর্মচারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, মে ২৫, ২০২০
মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটার মালিক-কর্মচারীর মৃত্যু

মাগুরা: মাগুরা সদর উপজেলার চর পুখরিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রয়েল এম আর বি নামে একটি ইটভাটার মালিক ও এক কর্মচারীর মৃত্যু হয়েছে। এরা হলেন- ইটভাটার মালিক রয়েল মোল্যা (৩৫) কর্মচারী সুমন মোল্যার (৪০)।

সোমবার (২৫ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মৃত ইটভাটার মালিক রয়েল মোল্যা মাগুরা শহরের আদর্শপাড়ার রাজ্জাক মোল্যার ছেলে এবং সুমন মোল্যা সদর উপজেলার চরপুখরিয়া গ্রামের আমিন মোল্যার ছেলে।

 

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন  বাংলানিউজকে বলেন, সোমবার বিকেলে রয়েল ও সুমন ওই ইটভাটার পাশের পুকুর থেকে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচ যন্ত্র চালু করতে যান। এসময় সেচ যন্ত্রের পাশে জমে থাকা পানিতে পা দিলে সেখানে আগে থেকে ছিঁড়ে থাকা উন্মুক্ত বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হন তারা।  

পরে অচেতন অবস্থায় এলাকাবাসী তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মিঠুন সাহা তাদের মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মে ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।