ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আড়াইহাজারে দগ্ধ চা দোকানির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, মে ২৫, ২০২০
আড়াইহাজারে দগ্ধ চা দোকানির মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সেফটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনের একজন চা দোকানি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৫ মে) বিকেলে তাকে হাসপাতাল থেকে এনে দাফন করে পরিবারের সদস্যরা। নিহত চায়ের দোকানদার হরমুজ আলী আড়াইহাজারের মনপুরা এলাকার বাসিন্দা।

এ ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন উপজেলার শিবপুরের মনসুর (৫০), কান্দাপাড়া এলাকার আলম (৫২) ও ইব্রাহীম (২৬)।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। মার্কেটটি সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালালের। আজ যে দোকানে সেফটিক ট্যাংক বিস্ফোরণ হয়েছিল সে দোকানদার মারা গেছে। বাকি ৩ জন চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মে ২৫, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।