ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ে ৮ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, মে ২৫, ২০২০
পঞ্চগড়ে ৮ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

পঞ্চগড়: করোনাকালে পবিত্র ঈদুল ফিতরের দিন বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিতে হয়েছে ৮ আরোহীকে।

সোমবার (২৫ মে) বিকেলে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওই ৮ জনকে সড়ক পরিবহন আইনে মোট ৩ হাজার ৩শ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের বিস্তার রোধে এবং পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে জনসমাগম, গণজমায়েত বন্ধ করাসহ বেপরোয়া গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ওই ৮ জন মোটরসাইকেল আরোহীকে অর্থদণ্ড দেওয়া হয়।

 

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মে ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।