সোমবার (২৫ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর পল্টন মোড়, মগবাজার, কারওয়ানবাজার, ফার্মগেট, নতুন বাজার, বিশ্বরোড মোড়, মিরপুর টেকনিক্যাল মোড়, কল্যাণপুর, শ্যামলী, মিরপুরের প্রধান ও শাখা সড়কগুলো ফাঁকা থাকতে দেখা যায়। এর উল্টো চিত্র চন্দ্রিমা উদ্যান, সংসদ ভবনের সামনে ও হাতিরঝিলে মানুষজনের ভিড় দেখা যায়।

পুরান ঢাকা থেকে এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মারজানা তুলি। তিনি বলেন, প্রায় দুই মাসের মতো বাসায় বন্দি ছিলাম। এ কারণেই আজকে একটু বের হলাম। হাতিরঝিলে খোলা জায়গা আর বাতাস মন জুড়িয়ে দেয়।
মোহাম্মদপুর থেকে পরিবার নিয়ে চন্দ্রিমা উদ্যানে আসা আসলাম বলেন, করোনার কারণে এবার অন্যরকম ঈদ উদযাপন করছি আমরা। কোথাও ঘুরতে যেতে পারেনি। কোনো আত্মীয়-স্বজনের বাসায় যায়নি। বিকেলে একটু হাঁটতে বের হলাম। যেহেতু ঈদের দিন তাই সঙ্গে পরিবারের সদস্যদেরও এনেছি। কতক্ষণ আর ঘরবন্দি থাকা যায়।
সংসদ ভবনের সামনে ঘুরতে আসা শামীম খান বলেন, অনেকদিন পর বাসা থেকে বের হলাম। করোনার কারণ এবারতো বিনোদনকেন্দ্রগুলো বন্ধ, কি আর করার বাধ্য হয়ে এখানে এলাম। সংসদ ভবনের সামনে ঘুরতে এসে খুব ভালো লাগছে। অন্য বছরের তুলনায় এবার ঈদে ভিড় কম, দেখে ভালো লাগছে।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মে ২৫, ২০২০
এমএমআই/ওএইচ/