ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বন্ধ বিনোদনকেন্দ্র, ভিড় নদীর তীরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মে ২৫, ২০২০
বন্ধ বিনোদনকেন্দ্র, ভিড় নদীর তীরে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে থাকা সব বিনোদনকেন্দ্র এবার ঈদের সময়ে করোনা সংক্রমণ রোধে বন্ধ রাখা হলেও নগরবাসীকে ঘরে আটকে রাখা যায়নি। বিকেলের পর থেকে নদীর তীরে হাঁটার জন্য বিআইডব্লিউটিএর ওয়াকওয়েতে দেখা গেছে সাধারণ মানুষের ভিড়।

সোমবার (২৫ মে) বিকেলের পর থেকে শীতলক্ষ্যা নদীর বন্দর ঘাট, নবীগঞ্জ ঘাটসহ বিভিন্ন খোলা স্থানগুলোতে এমন অবস্থা দেখা যায়।

এসময় শহরের চাষাঢ়া, জামতলাসহ বিভিন্ন এলাকার মানুষও ঘুরতে বের হন।

এদের বেশিরভাগই ব্যবহার করেননি মাস্ক অথবা গ্লাভস কিংবা মানেননি শারীরিক দূরত্ব। ঘুরতে বের হওয়া অনেকের সঙ্গেই শিশুদের দেখা গেছে। এই সময়ে বাইরে মানুষের সংস্পর্শে আসলে সংক্রমণের ঝুঁকির বিষয়টি তুচ্ছ মনে করেছেন সবাই।

...।

ঘুরতে বের হওয়াদের মধ্যে একজন পিঙ্কি। তিনি বাংলানিউজকে জানান, বাড়িতে তো তিনমাস ছিলাম। এখন ঈদের দিন ভেবেছিলাম যে, সব খালি, একটু বের হই বাচ্চাকে নিয়ে। এখন বের হয়ে দেখি সবাই আমার মতোই হয়তো ভেবেছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) আব্দুল হাই জানান, দুপুর পর্যন্ত খালিই ছিল। হয়তো বিকেলে বের হয়েছে কেউ কেউ। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ২৫, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।