ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পাকুন্দিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মে ২৫, ২০২০
পাকুন্দিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে জয় (২২) নামে এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। 

সোমবার (২৫ মে) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার (জয়) মৃত্যু হয়।  

এর আগে দুপুরে পাকুন্দিয়া উপজেলার বটতলা ও ড্রেইনের ঘাট ব্রিজের মাঝে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে জয়সহ ছয় জন আহত হন।  

জয় নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নয়াপাড়া খিদিরপুর গ্রামের ইদু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে) দুপুরে দুটি মোটরসাইকেলে তিন জন করে ছয় জন বেপরোয়াভাবে যাচ্ছিলো। পাকুন্দিয়া উপজেলার বটতলা ও ড্রেইনের ঘাট ব্রিজের মাঝে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ছয় জনই আহত হয়।  

আহতদের মধ্যে পাঁচ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং একজনকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়ের মৃত্যু হয়। এছাড়াও অন্য চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।  

বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মুহাম্মদ শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।