ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে পুড়ল রেলের ৮ কোয়ার্টার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, মে ২৫, ২০২০
সৈয়দপুরে অগ্নিকাণ্ডে পুড়ল রেলের ৮ কোয়ার্টার 

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকাণ্ডে রেলওয়ের ৮টি কোয়ার্টার পুড়ে ছাই হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা। সোমবার বিকেলে (২৫ মে) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়া এলাকায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পাশে ছড়িয়ে পড়ে।

এতে রেলওয়ের ৮টি কোয়ার্টার সম্পূর্ণ পুড়ে যায় এবং দুটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।  

সৈয়দপুর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মে ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।