ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈদে জনসমাগম এড়াতে তেঁতুলিয়ায় ২ এলাকা লকডাউন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, মে ২৫, ২০২০
ঈদে জনসমাগম এড়াতে তেঁতুলিয়ায় ২ এলাকা লকডাউন

পঞ্চগড়: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসমাগম এড়াতে এবং করোনার বিস্তার ঠেকাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ২ এলাকা সাময়িকভাবে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৫ মে) দুপুর থেক উপজেলার শালবাহান ইউনিয়নের রওশনপুর মীনা বাজার ও আনন্দধারা এবং তেঁতুলিয়া ডাকবাংলো ও পিকনিক কর্নার এলাকা লকডাউন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা।

তিনি জানান, ঈদ উপলক্ষে এই দুই এলাকায় লোক সমাগম বেশি হওয়ার আশঙ্কায় লকডাউন ঘোষণা করা হয়েছে।

যাতে করে বাইরের কেউ এই এলাকাগুলোতে প্রবেশ, ঘোরাঘুরি ও জনসমাগম করতে না পারে। এর মধ্যে ঈদের আমেজ কেটে গেলে পুনরায় খুলে দেওয়া হবে ওই ২ এলাকা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিবছর ঈদ উপলক্ষে রওশনপুর এলাকায় অবস্থিত মীনা বাজার ও আনন্দধারা এবং তেঁতুলিয়া ডাকবাংলো ও পিকনিক কর্নার এলাকায় জনসমাগম অনেকটা বেড়ে যায়। আর এ করোনার মাঝে চলতি মৌসুমে উপজেলাবাসীসহ সবার সুরক্ষার কথা চিন্তা করে এই ২ এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।