ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈদের শুভেচ্ছা জানালো রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মে ২৫, ২০২০
ঈদের শুভেচ্ছা জানালো রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র

ঢাকা: মুসলিম উম্মাহর অন্যতম পবিত্র ও বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র।

সোমবার (২৫ এপ্রিল) রাশিয়ান হাইকমিশনের এ শাখার ডিরেক্টর ম্যাক্সিম দোব্রখোতভ্ কেন্দ্রের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানান।

বাংলানিউজকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় রাশিয়ান বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক ম্যাক্সিম দোব্রখোতভ্ বলেন, গৌরবময় এই উৎসব উপলক্ষে আপনাদের সকলের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

আপনি সর্বশক্তিমানের অনুগ্রহ লাভ করুন। একইসঙ্গে বর্তমান পরিস্থিতিতে আমি সকলের সুস্বাস্থ্য ও সুরক্ষা কামনা করি।

রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র বা আরসিএসসি রুশ সরকারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশের অবস্থিত রুশ ভাষা, কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতি প্রচার-প্রসার এবং পরিচিতির লক্ষে প্রতিষ্ঠিত একটি সাংস্কৃতিক কেন্দ্র।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মে ২৫, ২০২০
এইচএমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ