ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মে ২৫, ২০২০
নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় মো. সাইফুল ইসলাম হৃদয় (১০) নামে এক শিশু নিহত হয়েছে। 

সোমবার (২৫মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চৌঠাইমহল বাসস্ট্যান্ড সংলগ্ন রিক অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

হৃদয় উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে এবং স্থানীয় চৌঠাইমহল বারো হাজার কওমিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্র জানায়, ঈদের আনন্দ উপভোগ করতে  বিকেলে ৬/৭ জন বন্ধু মিলে পৃথক মোটরসাইকেলে করে ঘুরছিলো হুদয়। এ সময় পিরোজপুর-নাজিরপুর সড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন রিক অফিসের সামনের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খায়। এতে ওই মোটরসাইকেলের পেছনে থাকা হৃদয় মাথায় আঘাত পায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তমালিকা কর্মকার বাংলানিউজকে জানান, ওই ছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। দুর্ঘটনায় তার মাথা থেতলে গেছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।