ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মে ২৫, ২০২০
নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা এক রোগীর (৫০) মৃত্যু হয়েছে। 

সোমবার (২৫ মে) বিকেল ৪টায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ।

ডা. অনুপ জানান, শনিবার (২৩ মে) চুড়াইন ইউনিয়নের ওই ব্যক্তির করোনা উপসর্গ দেখা দিলে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়।

যার রিপোর্ট এখনো হাতে আসেনি। সোমবার সকালে তার শরীরে সমস্যা দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে আইসোলেশন বিভাগে ভর্তি হয় পরে দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে তার রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না।
তিনি আরো জানান, এ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৩ জন এর মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ১২ জন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ২৫ মে, ২০২০     
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।