ঢাকা, শুক্রবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীবাসীকে ঈদের শুভেচ্ছা মেয়র লিটনের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, মে ২৫, ২০২০
রাজশাহীবাসীকে ঈদের শুভেচ্ছা মেয়র লিটনের রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী: ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীবাসীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

সোমবার (২৫ মে) এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান রাজশাহীর মেয়র।

লিটন বলেন, বিশ্বব্যাপী করোনার সংক্রমণের কারণে এ বছর ভিন্ন পরিস্থিতির মধ্যে ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে।

নিজ ও নিজের পরিবার এবং বৃহৎ জনস্বার্থে সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজে অংশ নিতে এবং ঈদ উদযাপনের আহ্বান জানাই।

ঈদুল ফিতরের ওই শুভেচ্ছার বাণীতে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বারতা নিয়ে ঈদুল ফিতর আমাদের মধ্যে সমাগত। ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে।

‘সমাজ ও জাতীয় জীবনের সব ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন হোক এ কামনা করছি। ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীবাসীসহ সব মুসলমানকে জানাই ঈদ মোবারক। ’

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, মে ২৫, ২০২০
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।