ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

শিবচরে করোনা উপসর্গে পল্লী বিদ্যুতের এক কর্মকর্তার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, মে ২৫, ২০২০
শিবচরে করোনা উপসর্গে পল্লী বিদ্যুতের এক কর্মকর্তার মৃত্যু

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে করোনার উপসর্গ নিয়ে পল্লী বিদ্যুতের এক ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ মে) রাত ১০টার দিকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার মরদেহ বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজে হাপাতালে রয়েছে।

করোনা পরীক্ষার জন্য তার নমুনা নেওয়া হয়েছে। শিবচর পল্লীবিদ্যুত সূত্রে এ তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিবচর পল্লীবিদ্যুত অফিসে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত সিনহা খসরু (৪৮) নামে ওই ব্যক্তির গত কয়েকদিন ধরে জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শ্বাসকষ্ট বেড়ে গেলে রোববার রাতে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার বাড়ি পঞ্চগড় জেলায়।

এদিকে নিহতের স্ত্রী ও সন্তানেরও সর্দি-জ্বর-শ্বাসকষ্ট দেখা দিয়েছে। সোমবার (২৫ মে) ভোরে তাদের ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার খবর পেয়েছি। নমুনা নেওয়া হয়েছে। রিপোর্ট এলে বোঝা যাবে। তাছাড়া নিহতের স্ত্রী ও সন্তানের মধ্যেও করোনার লক্ষণ দেখা দেয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মে ২৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।