bangla news

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মিষ্টি-ফল উপহার প্রধানমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-২৫ ১২:৪২:৩১ পিএম
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবনে প্রধানমন্ত্রীর পাঠানো ফল- মিষ্টি।

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবনে প্রধানমন্ত্রীর পাঠানো ফল- মিষ্টি।

ঢাকা: ঈদুল ফিতর উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টি ও ফলমূল পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৫ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবনে বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য এ মিষ্টি ও ফলমূল পাঠান।

প্রধানমন্ত্রীর পক্ষে এই উপহার সামগ্রী হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, প্রধানমন্ত্রীর প্রোটোকল কর্মকর্তা-১ এস এম খুরশিদ উল আলম এবং প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রীর কর্মকর্তারা কোভিড-১৯ মহামারি থেকে দেশবাসীকে রক্ষা ও এ সংকট থেকে আশু উত্তরণের জন্য সবার কাছে প্রার্থনা করেন। মুক্তিযোদ্ধারা এ সময় তাদের বক্তব্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, মে ২৫, ২০২০
এসকে/এএটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-25 12:42:31