bangla news

সবার প্রচেষ্টায় এ করোনাকালও একদিন শেষ হবে: আইজিপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-২৫ ১০:২৯:১৩ এএম
আইজিপি ড. বেনজীর আহমেদ। ফাইল ফটো

আইজিপি ড. বেনজীর আহমেদ। ফাইল ফটো

ঢাকা: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, দীর্ঘতম রজনী শেষে একসময় ভোরের আলো আসে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ করোনাকালও একদিন শেষ হবে।

সোমবার (২৫ মে) বাংলাদেশ পুলিশের ভেরিফাইড পেজে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় আইজিপি একথা বলেন।

ঈদ শুভেচ্ছায় বেনজীর আহমেদ বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। করোনা ভাইরাস সংক্রমণের এ দুর্যোগপূর্ণ সময়ে আমরা এক ভিন্ন পরিস্থিতিতে এবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছি। করোনা মোকাবিলায় আপনারা সবাই সচেতন থাকবেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না। স্বাস্থ্যবিধি মেনে চলুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন।

তিনি বলেন, দীর্ঘতম রজনী শেষে একসময় ভোরের আলো আসে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ করোনাকালও একদিন শেষ হবে। আমরা ফিরে যাবো স্বাভাবিক জীবনে। সেদিনের জন্য তোলা থাক এবারের ঈদ। ঈদের আনন্দ যেটুকু সম্ভব এবার ঘরে বসেই উপভোগ করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, মে ২৫, ২০২০
এজেডএস/আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন :   করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-25 10:29:13