ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সিলেটে নতুন ১৮সহ ২৮ জনের করোনা পজিটিভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, মে ২৫, ২০২০
সিলেটে নতুন ১৮সহ ২৮ জনের করোনা পজিটিভ প্রতীকী ছবি

সিলেট: সিলেটে নতুন ১৮ জনসহ আরো ২৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে।

রোববার (২৪ মে) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২৮ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এরমধ্যে ১০ জনের পুনঃপরীক্ষায় পজিটিভ আসে এবং ১৫ জন নতুন করোনা (কোভিড-১৯) রোগী।

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সিলেটের গোলাপগঞ্জের একই পরিবারের ১৩ জন আক্রান্তদের ১০ জনের পুনঃপরীক্ষায় পজিটিভ আসে। ওই উপজেলায় আরো ৪ রোগী নতুন শনাক্ত হয়েছেন এবং দক্ষিণ সুরমায় একজন। বাকিরা সিলেট মহানগর ও সদর উপজেলার বাসিন্দা।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে একই দিনে ৮৪টি নমুনা পরীক্ষায় ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। সবমিলিয়ে সিলেট বিভাগে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৬৫ জন।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, মে ২৫, ২০২০
এনইউ/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।