ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনায় আ. লীগের সাবেক এমপি হাজি মকবুল হোসেনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, মে ২৪, ২০২০
করোনায় আ. লীগের সাবেক এমপি হাজি মকবুল হোসেনের মৃত্যু হাজি মকবুল হোসেন

আওয়ামী লীগের সাবেক এমপি হাজি মকবুল হোসেন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

রোববার (২৪ মে) রাত ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী ফজলুর রহমান।

তবে তার ছেলে টাঙ্গাইল-৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বাংলানিউজকে জানান, সাবেক এমপি হাজি মকবুল হোসেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন৷

এদিকে, এই সাবেক এমপির স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৬-২০০১ মেয়াদে ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য মকবুল হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

হাজি মকবুল হোসেনের করোনা ভাইরাস পজিটিভ এসেছিল। তার হার্টেরও সমস্যা ছিলো। গুরুতর অসুস্থ হয়ে তিন দিন আগে তিনি সিএমএইচে ভর্তি হন।

হাজি মকবুল হোসেন শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালের মালিক। তিনি সন্ধানী লাইফ ইন্সুরেন্স, পূরবী জেনারেল ইন্সুরেন্স কোম্পানিরও মালিক। সিটি ইউনিভার্সিটিতে মালিকানার পাশাপাশি মোহাম্মদপুরে নিজের নামে কলেজও রয়েছে তার।

এছাড়া তার মালিকানায় রয়েছে এ্যমিকো ল্যাবরেটরিজ, পান্না টেক্সটাইল, মোনা ফিন্যান্স ইত্যাদি।

বাংলাদেশ সময় ২৩১০ ঘন্টা, মে ২৪, ২০২০
এসকে/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।