ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা: ফেনীতে ঈদের প্রধান জামাত বড় জামে মসজিদে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মে ২৪, ২০২০
করোনা: ফেনীতে ঈদের প্রধান জামাত বড় জামে মসজিদে

ফেনী: ফেনীতে এবার মিজান ময়দানের পরিবর্তে ঈদের প্রধান জামাত ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে অনুষ্ঠিত হবে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপ-পরিচালক মো. মনজুরুল আলম মজুমদার।

তিনি বলেন, প্রতিবছর শহরের মিজান ময়দানে ঈদের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হলেও করোনা পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সারাদেশে উন্মুক্ত স্থানে জামাতে নিষেধাজ্ঞা রয়েছে। বিরাজমান পরিস্থিতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মনজুরুল আলম বলেন, এবার জেলার ৩ হাজার ২৫৩টি মসজিদের মধ্যে প্রায় আড়াই হাজার মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। খোলা ময়দানে এবার ঈদের জামাত করার সুযোগ না থাকায় বেশির ভাগ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, জেলার প্রধান জামাত সকাল ৮টায় ফেনী জামে মসজিদে অনুষ্ঠিত হবে। একই মসজিদে দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এছাড়া অন্য মসজিদের মধ্যে জহিরিয়া মসজিদে সকাল সাড়ে ৭টায় প্রথম ও সকাল ৯টায় দ্বিতীয় জামাত, আলীয়া মাদ্রাসা মসজিদে সকাল পৌনে ৮টায় প্রথম ও পৌনে ৯টায় দ্বিতীয় জামাত, কোর্ট মসজিদে জামাত সকাল ৭টায়, সার্কিট হাউজ মসজিদে সকাল ৮টায়, উপজেলা মসজিদে সকাল সাড়ে ৮টায়, সিভিল সার্জন মসজিদে সকাল সোয়া ৭টায় ও পুরাতন রেজিস্ট্রি অফিসে সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

জেলার বিভিন্ন উপজেলায়ও কেন্দ্রীয় মসজিদগুলো ঈদের জামাত ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। শনিবার (২৩ মে) শহরের বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদে জামাত আয়োজনের প্রস্তুতি দেখা গেছে। স্থানীয় পর্যায়ে ও বিভিন্ন মসজিদ কমিটি স্বাস্থ্যবিধি মেনে জামাত আয়োজনের উদ্যোগে নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মে ২৪, ২০২০
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।