ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারে ঢেউটিন-চেক বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মে ২৪, ২০২০
চুয়াডাঙ্গায় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারে ঢেউটিন-চেক বিতরণ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ক্ষতিগ্রস্ত ৮৫ পরিবারকে ঢেউটিন ও চেক দিয়েছে উপজেলা প্রশাসন। 

রোববার (২৪ মে) সকালে সদর উপজেলা চত্বরে এসব ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান।

জানা যায়, গত  বুধবার (২০ মে) রাতে চুয়াডাঙ্গা অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্পান।

জেলায় প্রায় তিন ঘণ্টা চলে আম্পানের তাণ্ডব। এতে লণ্ডভণ্ড হয়ে যায় চুয়াডাঙ্গা। ক্ষতিগ্রস্ত হয় অনেক পরিবার। ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে পূনর্বাসনের জন্য ঢেউটিন ও চেক দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলায় আম্পানে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে চিহ্নিত করা হয়েছে। রোববার ৮৫টি পরিবারের প্রত্যেককে এক বান ঢেউটিন ও তিন হাজার টাকার চেক দেওয়া হয়। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সবাইকে এ সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মে ২৪, ২০২০

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।