ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা আক্রান্তদের বাড়িতে এসপির ঈদ উপহার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, মে ২৪, ২০২০
করোনা আক্রান্তদের বাড়িতে এসপির ঈদ উপহার 

লালমনিরহাট: করোনা ভাইরাসে (কোভিড ১৯) আক্রান্তদের বাড়ি বাড়ি ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা।

রোববার (২৪ মে) আইসোলেশনে থাকা ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে এ উপহার পৌঁছে দেন তিনি।

জানা গেছে, লালমনিরহাটের ৫টি উপজেলা ও দুইটি পৌরসভায় প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়েছেন মোট ২৯ জন।

যাদের মধ্যে ৫ জন সুস্থ হয়েছেন এবং ২৪ জন আইসোলেশন বা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।  আক্রান্তরা ঘরে বসেই করোনার সঙ্গে যুদ্ধ করছেন। একই কারণে লকডাউনে রয়েছে আক্রান্তদের পরিবার।

এসব করোনা যোদ্ধার অনেকেই পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। ফলে ওই সব পরিবারে খাদ্যসংকট দেখা দেওয়ায় ঈদের আনন্দ মলিন হতে বসেছে। তাই এসব পরিবারের জন্য ঈদের উপহার বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা। উপহার প্রদানের পাশাপাশি আক্রান্তদের স্বাস্থ্যের খোঁজ খবরও নিচ্ছেন তিনি।  

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বাংলানিউজকে বলেন, আক্রান্ত হয়ে ঘরে অবরুদ্ধ অবস্থায় যারা করোনার সঙ্গে যুদ্ধ করছেন। সেই যোদ্ধাদের খোঁজ খবর নিতে এবং ঈদ শুভেচ্ছা জানাতেই এ উদ্যোগ। তারা ঘরে সুস্থ থাকলে বাংলাদেশ নিরাপদ থাকবে। এসময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মে ২৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।