ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈদ উদযাপন করছে বরিশালের কয়েক হাজার পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, মে ২৪, ২০২০
ঈদ উদযাপন করছে বরিশালের কয়েক হাজার পরিবার

বরিশাল: বরিশাল জেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার পরিবার রোববার (২৪ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

বিশ্বের যে কোন দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারা রোববার (২৪ মে) সকালে ঈদের নামাজ আদায় করেছেন।

শনিবার (২৩ মে) সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন জায়গায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়।

তাই দেশগুলোর সঙ্গে মিল রেখে রোববার ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদ উৎসবে মেতেছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলাস্থ জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী হাবিবুর রহমান।

শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করা না হলেও সামাজিক দূরত্ব নিশ্চিত করে রোববার সকাল ৯ টায় বৃহত্তম ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয় ২৩নং ওয়ার্ডে তাজকাঠি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ প্রাঙ্গণে।

এছাড়াও পৌর এলাকার ২৩নং ওয়ার্ডের উত্তর সাগরদী মৃধাবাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, ২২নং ওয়ার্ডে জিয়া সড়ক শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে পৃথক পৃথক জামায়াতে ধর্মপ্রাণ মুসলমান ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

অপরদিকে বরিশাল সদর উপজেলার চরকিউট্টা গ্রাম, বন্দর থানা সাহেবের হাটের পতাং গ্রামসহ মেহেন্দিগঞ্জ, বাবুগঞ্জ, উজিরপুর, মুলাদি, হিজলা, বাকেরগঞ্জ উপজেলার বেশকিছু মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।  

জানা গেছে, বরিশাল বিভাগে ৭৫টি মসজিদ রয়েছে, যেখানে একদিন আগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

আর মসজিদ কেন্দ্রিক ওইসব এলাকায় এরই মধ্যে ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মে ২৪, ২০২০
এমএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad