ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানে করোনায় আক্রান্ত ১৭, সুস্থ হয়ে বাড়ি গেল ৯ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, মে ২৪, ২০২০
বান্দরবানে করোনায় আক্রান্ত ১৭, সুস্থ হয়ে বাড়ি গেল ৯ 

বান্দরবান: বান্দরবান স্বাস্থ্য বিভাগের তথ্যমতে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯ জন।

হোম কোয়ারেন্টিনে ছিলেন এ পর্যন্ত ৯৩৬ জন। তার মধ্যে ৬৭৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন ৮০ জন, শনিবার পর্যন্ত ৫৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, জেলায় ১ হাজার ৪৬ জনের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে, এর মধ্যে ৬৮৯ জনের রিপোর্ট পাওয়া গেছে। জেলায় সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ জন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে গত ২৫ মার্চ থেকে বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলা লকডাউন করে রেখেছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, মে ২৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।