ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে ৮ পুলিশ সদস্যের করোনা শনাক্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, মে ২৪, ২০২০
রাঙামাটিতে ৮ পুলিশ সদস্যের করোনা শনাক্ত

রাঙামাটি: রাঙামাটিতে নতুন করে সাত পুলিশ সদস্য করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন।

শনিবার (২৩ মে) দিনগত রাতে এ তথ্য জানিয়েছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. ছুফিউল্লাহ। আক্রান্তরা রাঙামাটির বেতবুনিয়া রাবার বাগান এবং মানিকছড়ি চেকপোস্টের সদস্য।

মো. ছুফিউল্লাহ বলেন, শনিবার আসা রিপোর্ট থেকে জানতে পারলাম, বেতবুনিয়ার রাবার বাগান চেকপোস্টের তিন কনস্টেবল এবং মানিকছড়ি চেকপোস্টের তিন কনস্টেবল ও একজন বাবুর্চি করোনা আক্রান্ত হয়েছেন।

‘আমরা আক্রান্তদের আইসোলেশন এবং তাদের সংস্পর্শে আসা অন্যান্যদের কোয়ারেন্টিন নিশ্চিত করেছি। আবার সেখানে দায়িত্ব পালন করার জন্য নতুন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে শুক্রবার (২২ মে) বেতবুনিয়া রাবার বাগান চেকপোস্টের আরেক সদস্য আক্রান্ত হন। এ নিয়ে জেলায় মোট আটজন পুলিশ সদস্য আক্রান্ত আছেন।

বাংলাদেশ সময়: ০৭০৭ ঘণ্টা, মে ২৪, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।