ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজধানীতে ৬ মাদকবিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, মে ২৪, ২০২০
রাজধানীতে ৬ মাদকবিক্রেতা আটক

ঢাকা: রাজধানীতে গাঁজা ও ফেনসিডিলসহ ছয় মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪।

শনিবার (২৩ মে) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন- মিজানুর (২০), সোহাগ (২১), মো. মহসিন (৩৪), মো. আল-আমিন (২৭), মো. মেজবাহ উদ্দিন (৪২) ও মো. আলাউদ্দিন (২১)।

র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর কাজী সাইফুদ্দীন আহমেদ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে পূর্বাচল ফিলিং স্টেশন মোড়ে অভিযান চালিয়ে ১৫৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের দুটি মোবাইল ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

তিনি বলেন, আরেক অভিযানে রাত সাড়ে ৮টার দিকে দারুস সালাম টাওয়ার এলাকা থেকে ৭৪ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়। এ সময় তাদের চারটি মোবাইল ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, মে ২৩, ২০২০
এমএমআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।