ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

জাতীয়

শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৮, মে ২৩, ২০২০
শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। শনিবার (২৩ মে) টেলিফোনে তিনি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, ভুটানের প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রায় ১৫ মিনিটের ফোনালাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভুটানের প্রধানমন্ত্রী এবং জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

ইহসানুল করিম বলেন, এ সময় ভুটানের প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়ক্ষতির খোঁজখবরও নেন এবং জানমালের ক্ষতিতে সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করার জন্য এবং আম্পানে ক্ষয়ক্ষতিতে সমবেদনা প্রকাশ করায় তাকে ধন্যবাদ জানান।

প্রেসসচিব বলেন, দুই নেতার আলোচনায় চলমান করোনা ভাইরাস পরিস্থিতও স্থান পায়।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, মে ২৩, ২০২০
এসকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।