bangla news

শেবাচিম হাসপাতালে ডিসইনফেকশন চেম্বার স্থাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-২৩ ৮:২২:২৯ পিএম
.

.

বরিশাল: করোনা রোধে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩টি ডিসইনফেকশন চেম্বার বা জীবাণুনাশক বুথ বসানো হয়েছে। 

শনিবার (২৩ মে) বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এ ডিসইনফেকশন চেম্বার বা জীবানুনাশক বুথের উদ্বোধন করেন।

এসময় হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনসহ কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক ও নার্সেস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া সিটি মেয়র আধুনিক তিনটি টেপ দিয়েছেন যাতে করে হাসপাতালে থাকা রোগীরা স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন।

এসময় সিটি মেয়র বলেন, শের-ই-বাংলা হাসপাতালের মাঝের গেট, জরুরি বিভাগের সামনে ও করোনা ওয়ার্ডের প্রবেশদ্বারে এই চেম্বার বসানো হয়েছে এবং পর্যায়ক্রমে অন্য প্রতিষ্ঠানেও দেয়া হবে। যাতে করে করোনার বিস্তার রোধ করা যায়।

এসময় হাসপাতালের পরিচালক বলেন, এই চেম্বার স্থাপনের ফলে হাসপাতালে প্রবেশের সময় সবাই জীবানুমুক্ত হয়ে প্রবেশ করতে পারবে, ফলে চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্তরা নিরাপদ থাকবেন।

ডিসইনফেকশন চেম্বারের মাধ্যমে সর্বোচ্চ ৫ থেকে ১০ সেকেন্ডে একজন ব্যক্তি জীবানুমুক্ত হতে পারবেন বলে জানিয়েছে আউটডোর ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সৌরভ সূতার।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মে ২৩, ২০২০
এমএস/এমএইচএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-23 20:22:29