ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

ইশতিয়াক হুসাইন ও তুহিন শুভ্র অধিকারী <br> সিনিয়র করেসপন্ডেন্ট ও স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১০
চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

ঢাকা: দেশব্যাপি ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার। বৃহস্পতিবার সারাদেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।



সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়। সভায় জেলা প্রশাসকদের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা থেকে চাঁদ দেখা বিষয়ক খবর সংগ্রহ করা হয়। কিন্তু কোনো এলাকা থেকেই শাওয়াল মাসের চাঁদ দেখার খবর না আসায় শনিবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেয় কমিটি।

সভা শেষে এক সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী শনিবার ঈদ উদযাপনের বিষয়টি প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের সকল জেলার জেলা প্রশাসক ও আবহাওয়া অফিসের প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন ধর্ম সচিব কাজী হাবিবুল আউয়াল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজাল, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক সালাহউদ্দিন, মুফতি মহিবুল্লাহিল বাকি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা সেপ্টেম্বর ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।