ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, মে ২৩, ২০২০
মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জ: বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে খালের পানিতে পড়ে সিরাজগঞ্জের তাড়াশে রাজু নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার সগুণা ইউনিয়নের কুন্দইল গ্রামের ভদ্রাবতী খালে এ দুর্ঘটনা ঘটে।  

কলেজছাত্র রাজু ওই গ্রামের আব্দুল হান্নানের ছেলে ও মাকড়শোন জহির উদ্দিন বিজ্ঞান স্কুল অ্যান্ড কারিগরি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ার‌্যান আব্দুল্লা বাকী বাংলানিউজকে বলেন, গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ভদ্রাবতী খালে কলেজছাত্র রাজু বন্ধুদের সঙ্গে মইজাল দিয়ে মাছ ধরতে যায়। মইজালের দড়ি কোমরে বেঁধে জাল টানার সময় খালের পানির তীব্র স্রোতে ডুবে যায় রাজু। এরপর বন্ধুরা জালের দড়ি ধরে টেনে তোলার চেষ্টা করে। কিছুক্ষণ চেষ্টার পর মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ২৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad